নিউজবাংলা: ০৫ সেপ্টেম্বর, শনিবার:

সাদ্দাম হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ডাক্তার না হয়েও রোগীদের কাছে নিজেকে ডাক্তার পরিচয় দেয়া ও চিকিৎসাপত্র প্রদান করায় ঠাকুরগাঁওয়ে একটি ডায়াগনিষ্টিক সেন্টার থেকে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় আটককৃতকে এক বছরের কারাদণ্ড এবং পচিশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১৫দিনের সাজা প্রদান করা হয়। সিলগালা করে দেওয়া হয়েছে ডায়াগনিষ্টিক সেন্টারটি।

শৃক্রবার সন্ধা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল সামনে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিফাত ফেরদৌসের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় নিউ গ্রীন লাইফ ডিজিটাল ডায়াগনিষ্টিক সেন্টারে ভুয়া ডাক্তার মোঃ আশরাফুল মাখলুকাতকে আটক করা হয়। এছাড়াও এ অভিযানে অব্যবস্থাপনা ও রোগীদের সাথে প্রতারণার অভিযোগে ডায়াগনস্টিক সেন্টারে তালা লাগিয়ে সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিফাত ফেরদৌস জানায় , ভুয়া চিকিৎসকদের কাছে চিকিৎসা নিয়ে জনসাধারণ প্রতারিত হচ্ছে। মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০, ধারা ২৯ এর ভুয়া পদবী ব্যাবহার ও রোগীদের সাথে প্রতারণায় তাকে এ সাজা প্রদান করা হয়েছে।

নিউজবাংলা/একে