নিউজবাংলা: ০৫ সেপ্টেম্বর, শনিবার:
ঢাকা: যুক্তরাজ্যের বিখ্যাত মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ট্রাম্প ভারতের বাজারে নতুন একটি মোটরসাইকেল অবমুক্ত করেছে। এটির মডেল ট্রাম্প টাইগার ৮০০ এক্সসিএ। ৮০০ সিসির এই মোটরসাইকেলটি অ্যাডভেঞ্চার ঘরানার।

ট্রাম্প মোটরসাইকেল ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ভিমল সাম্বলি নতুন মোটরসাইকেল সম্পর্কে বলেন, ‘যারা এবড়োথেবড়ো সড়কে বাইক চালাতে চান তাদের জন্য বাজারে আনা হলে ট্রাম্পের ৮০০ সিসির অ্যাডভেঞ্চার বাইকটি। বাইকটি ভ্রমণপিপাসু এবং রোমাঞ্চপ্রিয়দের জন্য নতুন অভিজ্ঞতা দেবে।’
ভিমল জানান, ভারতের বাজারে অ্যাডভেঞ্চার ঘরানার বাইকের কদর রয়েছে। কেননা, ভারতীয় তরুণরা বরাবরই রোমাঞ্চপ্রিয়।
ভারতের বাজারে ট্রাম্প যাত্রা শুরু করেছে খুব বেশি দিন হয়নি। গত ২০ মাসে প্রতিষ্ঠানটি ২ হাজার মোটরসাইকেল বিক্রি করেছে।
ভারতের বাজারে ট্রাম্পের ৫ টি অ্যাডভেঞ্চার বাইকসহ ১৫ টি বাইক রয়েছে।
ভারতের বাজারে ট্রাম্পের টাইগার মোটরসাইকেলটির দাম ১৩.৭৫ লাখ রুপি। ভ্যাট এবং ট্যাক্স বাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ১৬ লাখ টাকা।

নিউজবাংলা/একে