টাঙ্গাইল প্রতিনিধি : জেলার সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় বাস চাপায় শহিদুল ইসলাম লিটন (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল রাজশাহী জেলার মতিহার থানার হুদাপুর গ্রামের ফজলুর হকের ছেলে।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. আসাদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে শহিদুল ও তার সঙ্গে এক নারী মোটরসাইকেল চেপে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার সময় আশেকপুর বাইপাস এলাকায় যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দু’জনেই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহিদুলকে মৃত ঘোষণা করেন।
মধ্যরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত শহিদুলের সহযাত্রী ওই নারী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেলেন বলেও জানান মো. আসাদ।