বেলায়েত হোসেন মিয়া ঢাকা দক্ষিণ অঞ্চলের মডেল হাই স্কুল কমিটির আহবায়ক নির্বাচিত
নিউজবাংলা: ০৫ সেপ্টেম্বর, শনিবার:
মিজান বাবু, নগরকান্দা(ফরিদপুর)প্রতিনিধি:
বৃহত্তর ফরিদপুরের ৫টি জেলার ১৭টি নির্বাচিত মডেল হাই স্কুল নিয়ে গঠিত ঢাকা দক্ষিণ অঞ্চল কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের এম এন একাডেমীর প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া।
জানা গেছে, বাংলাদেশের যে সকল উপজেলায় সরকারি হাই স্কুল নেই শুধু মাত্র সে সকল উপজেলার সব চেয়ে ভাল স্কুলকে মডেল স্কুল হিসেবে নির্বাচিত করা হয়েছে। এ সব মডেল স্কুলের বিভিন্ন উন্নয়নে ও স্বার্থ রক্ষায় দাবি আদায়ের লক্ষে সারা বাংলাদেশের মডেল স্কুলের প্রধান শিক্ষকরা মিলে জেলা, অঞ্চল ও কেন্দ্রীয় কমিটি গঠন করে কাজ করে যাচ্ছে। সারা দেশে হাই স্কুল সরকারি করনে প্রতিটি উপজেলার মডেল হাই স্কুলকে অগ্রাধিকার দেয়ার দাবিতে বর্তমানে এ সংগঠন মাঠে নেমেছে।
বৃহত্তর ফরিদপুরের ১৭টি মডেল হাই স্কুলের গোপালগঞ্জ জেলার ২টি, মাদারীপুর জেলার ৩টি, ফরিদপুর জেলার ৪টি, রাজবাড়ী জেলার ৩টি ও শরিয়তপুর জেলার ৫টি মডেল হাই স্কুল নিয়ে গঠন করা হয়েছে ঢাকা দক্ষিণ অঞ্চল কমিটি। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরের ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে ১৭ সদস্য বিশিষ্ট ঢাকা দক্ষিণ অঞ্চল কমিটি গঠন করা হয়। সদস্যদের সর্ব সম্মতিক্রমে কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছেন নগরকান্দা এম এন একাডেমী (মডেল স্কুল) এর প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া ও যুগ্ন আহবায়ক নির্বাচিত হয়েছেন জাজিরা মোহ আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম নুরুল হক। নগরকান্দার এম এন একাডেমীর প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়ার সঞ্চালনায় ও ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মডেল হাই স্কুল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুধাংসু শেখর তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক , মীর আবদুল হান্নান। এ সময় ঢাকা দক্ষিণ অঞ্চলের সকল জেলা কমিটির সভাপতি, সাধারন সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজবাংলা/একে