টাঙ্গাইলে নানা কর্মসুচীর মধ্য দিয়ে শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হচ্ছে
নিউজবাংলা: ০৫ সেপ্টেম্বর, শনিবার:
বিভাস কৃষ্ণ চৌধুরী:
টাঙ্গাইলে আজ শনিবার পুজার্চ্চনা,আলোচনা সভা ও শোভাযাত্রা সহ নানা কর্মসুচীর মধ্য দিয়ে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হচ্ছে।
সকালে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ টাঙ্গাইলের উদ্যোগে সাবালিয়া মন্দির প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,ভারপ্রাপ্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম চন্দ্র পাল,সদর উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম,পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মানবেন্দ্র পাল মিল্টন প্রমুখ।
আলোচনা সভা শেষে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর আয়োজনে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিন করে। শোভাযাত্রায় সনাতন ধর্মের হাজার হাজার নারী-পুরুষ নাম কীর্ত্তন গেয়ে অংশ নেন।
এছাড়াও বড় কালিবাড়ীর উদ্যোগে জন্মাষ্টমীর শোভাযাত্রা বের হয়।
নিউজবাংলা/একে