নিউজবাংলা: ০৫ সেপ্টেম্বর, শনিবার:
মৌলভীবাজার : আজ ৫ সেপ্টেম্বর আধুনিক সিলেট বিনির্মাণের রুপকার, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী।

 

২০০৯ সালের এই দিনে গ্রামের বাড়ি মৌলভীবাজারের বাহারমর্দন থেকে সড়কপথে ঢাকা ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ায় এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার।

তার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানী ছাড়াও সিলেট এবং মৌলভীবাজারসহ বিভিন্ন এলাকায় বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

অনেকটা স্পষ্টভাষী সদালাপী এম সাইফুর রহমানের জন্ম ১৯৩২ সালে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দন গ্রামে। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি বিলেতে সিএ পড়েন তিনি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকার পরিচালনায় একটি উপদেষ্টা পরিষদ গঠন করলে এম সাইফুর রহমানকে বিলেত থেকে এনে বাণিজ্য উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়। এই থেকে শুরু তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন।

সামরিক শাসন থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে জেনারেল জিয়াউর রহমান প্রথমে জাগ দল এবং পরে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। এসময় বিশেষ ভূমিকা রাখেন এম সাইফুর রহমান। দলটির প্রতিষ্ঠাকালীন সময় থেকে আমৃত্যু পর্যন্ত তিনি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

বিএনপি ১৯৯১ সালে সরকার গঠন করলে তাকে অর্থমন্ত্রী এবং ২০০১ সালে সরকারে অর্থ ও পরিকলপনা মন্ত্রীর দায়িত্ব দেয়। দায়িত্ব পালনকালে জাতীয় সংসদে ১২ বার বাজট উপস্থাপন করে তিনি ইতিহাসের পাতায় নাম লিখান।

সিলেট বিভাগ প্রতিষ্ঠা, সুরমা নদীতে একাধিক সেতু নির্মাণসহ সিলেটের উন্নয়নে এম সাইফুর রহমানের অবদান আলোচনা করে তাকে ছোট করা হবে এমন অভিমত তৎকালীন জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম ময়ূনের।

নিউজবাংলা/একে