নিউজবাংলা: ০৬ সেপ্টেম্বর, রবিবার:
ঢাকা: যুক্তরাষ্ট্রে একটি মিলিটারি একাডেমিতে বালিশযুদ্ধে ৩০ সেনা আহত হয়েছে। সম্প্রতি নিউইয়র্কের ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে গ্রীষ্মকালীন প্রশিক্ষন সমাপনী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রতি বছর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ শেষে ওয়েস্ট পয়েন্টে নবীন সেনাদের মধ্যে বালিশ যুদ্ধের আয়োজন করা হয়। ১৮৯৭ সাল থেকেই এটি হয়ে আসছে। যুক্তরাষ্ট্রের দৈনিক নিউইয়র্ক টাইমস শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২০ আগস্ট ওয়েস্ট পয়েন্টে সেনাদের মধ্যে বালিশ যুদ্ধ হচ্ছিল। তবে এবার বালিশের ভেতরে শক্ত বস্তু রাখা ছিল। ভিডিওতে দেখা গেছে উচ্ছসিত সেনাদের অনেকের পরনে হেলমেট ছিল। বালিশযুদ্ধের সময় ভারী বস্তুর আঘাতে সব মিলিয়ে ৩০ সেনা আহত হয়েছে। এদের মধ্যে ২৪ জন জ্ঞান হারিয়ে ফেলেছে। এছাড়া এক সেনার পা ভেঙ্গে গেছে। অন্যরা কাঁধে আঘাত পেয়েছে।
তবে ওয়েস্ট পয়েন্ট একাডেমি দাবি করেছে, কারও আঘাতই গুরুতর নয়। সব নবীন সেনারা তাদের কর্মস্থলে ফিরে গেছে।
ওয়েস্ট পয়েন্টের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ক্রিস্টফার কাসকের বলেন,‘ ওয়েস্ট পয়েন্ট নবীন সেনাদের প্রফুল্লতার তারিফ করছে এবং আমাদের আহত নবীন সেনাদের প্রতি দুঃখ প্রকাশ করছে। কী কারণে এই আহতের ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।’
তবে তদন্তে যাই হোক না কেন ঐতিহ্যবাহী এই বালিশযুদ্ধ বন্ধ হবে না বলে জানিয়েছেন তিনি।

নিউজবাংলা/একে