নিউজবাংলা: ০৬ সেপ্টেম্বর, রবিবার:

বিশ্বনাথ প্রতিনিধি:

চিত্রনায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে বিশ্বনাথে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সালমান শাহ্ ঐক্য জোট ও গ্রামবাংলা পরিষদের ব্যানারে গতকাল শনিবার দুপুরে বিশ্বনাথ উপজেলা সদরের ‘বাসিয়া সেতুর’ উপর এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

 

গ্রামবাংলা পরিষদের সভাপতি কবি আজাদ আইবি’র সভাপতিত্বে ও এসপি সেবুর এবং পরিষদের সহ-সভাপতি আশিষ কুমার দের যৌথ পরিচালনায় মানববনন্ধন পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, তোফাজ্জুল হোসেন ভান্ডারী, মুহাম্মদ শাহরিয়ার জামাল হোসাইন, ডাক্তার বিভাংশু গুন বিভু, আবু বকর মো. খোকন, আব্দুল লতিফ নাঈম, এম.এ.হোসাইন তালুকদার, বাউল সমুজ মিয়া, সালমান কবির, রুহেল আমিন নাজমুল, শাহ আলম রাজ, আব্দুল্লাহ, এইচ.এম.মিরাশ, ফয়জুল ইসলাম প্রমূখ।

নিউজবাংলা/একে