বিশ্বনাথে জামায়াতের ত্রাণ সামগ্রী বিতরণ
নিউজবাংলা: ০৬ সেপ্টেম্বর, রবিবার:
বিশ্বনাথ প্রতিনিধি:
বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে শনিবার ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিশ্বনাথ উপজেলা জামায়াত।
সংগঠনের ব্যানারে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ভোলাগঞ্জ, কাবিলপুর, চন্দগ্রাম, প্রয়াগমহল গ্রামের ৭০টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির মো. আব্দুল কাইয়ুম, নায়েবে আমির মাষ্টার ইমাদউদ্দিন, নিজামউদ্দিন সিদ্দিকী চেয়ারম্যান, সাধারণ সম্পাদক এইচ.এম. আক্তার ফারুক, প্রবাসী আব্দুর রকিব। অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন জামায়াত নেতা আফরোজ আলী, সিরাজুল ইসলাম, নিজামউদ্দিন, আশিকউদ্দিন, তাজুল ইসলাম, আশিক মিয়া, আলিমউদ্দিন, মঈনউদ্দিন প্রমুখ।
নিউজবাংলা/একে