গরীব-দুঃখী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছে শেখ হাসিনা: প্রতিমন্ত্রী তারানা হালিম
নিউজবাংলা: ০৬ সেপ্টেম্বর, রবিবার:
বিভাস কৃষ্ণ চৌধুরী,
ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, বাংলার গরীব-দুঃখী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার নির্দেশেই সারাদেশের বন্যা দূর্গতদের মাঝে পর্যাপ্ত পরিমান ত্রাণ সামগ্রী পৌছে দেয়া হচ্ছে। প্রতিমন্ত্রী গতকাল শনিবার বিকেলে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার শাহজানী ও গয়হাটা ইউনিয়নের নদী ভাঙ্গন ও বন্যা কবলিত বিভিন্ন গ্রামের মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কালে এসব কথা বলেন। এর আগে তিনি ধলেশ্বরী ও যমুনা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি নদী ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী গাইড বাঁধ নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
এসময় স্থানীয় সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন, সমবায় অধিদপ্তরের নিবন্ধক হুমায়ুন খালিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, আওয়ামীলীগ নেতা আকতার জাহান বাবুল সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজবাংলা/একে