নিউজবাংলা: ০৬ সেপ্টেম্বর, রবিবার:

আলিফ আবেদীন গুঞ্জন, ঝিনাইদহ প্রতিনিধি:

যে হাত দু’টি হতে পারতো ভিক্ষুকের হাত। সেই দু’টি হাতকে কর্মের হাতে পরিণত করেছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মজুমদারপাড়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী আলতাপ হোসেন (৬০)।

জীবিকার তাগিদে শৈলকুপা শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া কুমার নদের ব্রীজের এক প্রান্তে বসে পাখা ও ঝাড়– বিক্রি করেন তিনি। ঝড়, বৃষ্টি ও খরতাপের সাথে সংগ্রাম করে এই ব্রীজের ওপর বসে পাখা ও ঝাড়– বিক্রি করে আসছেন দীর্ঘ ১৫বছর ধরে ।

দৃষ্টি প্রতিবন্ধী মানেই অন্যের গলগ্রহ হয়ে বেঁচে থাকা কিংবা আত্মসম্মানবোধকে জলাঞ্জলী দিয়ে ভিক্ষাবৃত্তিতে নামা-এটি মানতে নারাজ ছিলেন তিনি। তাই আত্মপ্রত্যয়ী আলতাপ হোসেন রোজগারের জন্য বাড়ি থেকে ১কি.মি. দূরের কুমার নদের এই ব্রীজটিকে বেছে নিয়েছিলেন । প্রতিদিন সকালে আসেন, ফেরেন সন্ধ্যায়। “পাখা বিক্রির সামান্য আয়ে স্ত্রী সন্তানদের মুখে তিন বেলা পেটভরা খাবার তুলে দিতে না পারলেও আত্মমর্যাদার সাথে বেঁচে আছি,” বলেন অন্ধ আলতাপ হোসেন।

নিউজবাংলা/একে