ঠাকুরগাঁও ১৯ নং বেগুনবাড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অধিকাংশ লোকের জন্ম নিবন্ধন কার্ডে একই জন্ম তারিখ দেওয়া হয়েছে।
বৃহস্প্রতিবার ১৭ সেপ্টেম্বর উক্ত ওয়ার্ডের শাহজাহান (৫০) নামে এক ব্যাক্তি জন্ম নিবন্ধন কার্ড তুলতে গেলে দেখেন তার জন্ম তারিখ ১ জানুয়ারি ২০০০ দেওয়া হয়েছে। তার বয়স এখন জন্ম নিবন্ধন কার্ডে ষোল বছর।
এর কারন জানতে চাইলে ইউনিয়ন পরিষদের তথ্য কর্মী এরশাদ জানান ” শুধু তার একার নয়, ৬ নং ওয়ার্ডের যারা জন্ম নিবন্ধন কার্ড তুলেননি তাদের সবারই জন্ম তারিখ ১ জানুয়ারি ২০০০ দেওয়া হয়েছে।
পরবর্তীতে তথ্য কর্মী এরশাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন ইউনিয়ন তথ্য সচিবের কথায় একাজটি করা হয়েছে।
এবিষয়ে ইউনিয়ন তথ্য সচিবের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমরা উক্ত এলাকায় মাইকিং করেছি এবং উক্ত ওয়ার্ডের মেম্বারকে অবহিত করেছি। কিন্তু সবারই সঠিক তথ্য পাইনি। এরপর ইউনিয়নের চেয়ারম্যান এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসকের অনুমতি নিয়ে একাজটি করা হয়েছে।
এ সম্পর্কে ৬নং ওয়ার্ড সদস্য আশরাফুলের সাথে কথা বললে তিনি জানান আমরা জন্ম নিবন্ধন কার্ড তুলার জন্য প্রতিটি স্কুল ও মসজিদে বলেছি। এলাকায় মাইকিং করেছি। যারা সচেতন তারা তুলেছে আর যারা অসচেতন তারা তুলেনি।
এর সমাধান সম্পর্কে জানতে চাইলে ইউনিয়ন তথ্য সচিব জানায় ১ জানুয়ারি ২০১৫ থেকে অনলাইনে এর সংশোধনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ভুক্তভোগীকে নির্দিষ্ট ফরম পুরন করে ডাকযোগে ঢাকায় পাঠিয়ে দিয়ে সংশোধন করতে হবে। এতে কমপক্ষে ৩ দিন সময় লাগবে।
কিন্তু ভুক্তভোগীদের অধিকাংশ অশিক্ষিত হওয়ায় তাদের পক্ষে তথ্য সংশোধন করে জন্ম নিবন্ধন কার্ড তুলা অনেক কষ্টসাধ্য বলে তারা জানিয়েছে।