ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্কারপুর গ্রামের এক বিধবা গণ ধর্ষণের শিকার হয়ে মামলা করায় ধর্ষকদের হুমকিতে প্রাণের ভয়ে পরিবারের সদস্যদের নিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার গোড়াইল গ্রামের আছির ফকিরের ছেলে সহিদুল (৩৫), ইউনুস শেখের ছেলে সেলিম (৩০), দেলোয়ার শেখের ছেলে সাহেদ আলী (২২), আবুল শেখের ছেলে ছিরু (২৯), রহিম মাতুব্বরের ছেলে কামাল (২৮), হাসনহাটি গ্রামের উকিল শেখের ছেলে এনায়েত (৩০) সহ আরো ৪/৫ জনের একটি সংঘবদ্ধ দল লস্কারপুর গ্রামের মৃত সামাদ খাঁ এর স্ত্রীকে ৬ সেপ্টেম্বর রবিবার গভীর রাতে ঘরে ঢুকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় পরিবারের অন্যান্য সদস্যদের পাশের কক্ষে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। সকালে স্থানীয়রা ধর্ষিতা বিধবাকে আশংকাজনক অবস্থায় ফরিদপুর ট্রমা সেন্টারে ভর্তি করে। এ ব্যাপারে ধর্ষিতা নিজেই বাদি হয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা দায়ের করেছে।
ধর্ষিতা বলেন, আমি ৬ জনকে চিনেছি বাকি ৪/৫ জনকে চিনতে পারি নাই। তারা শুধু ধর্ষণ করে খ্যান্ত থাকেনি ওরা আমাকেসহ আমার মেয়েকে পিটিয়ে আহত করেছে। আমাদের থেকে নগদ টাকাসহ মোবাইল সেট ও সোনার গহনা ছিনিয়ে নিয়েছে। মামলা করেছি বলে আমার ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে এবং মামলা তুলে না নিলে আমাকেসহ আমার পরিবারের সদস্যদের হত্যা করবে বলে হুমকি দিচ্ছে। আমরা এখন বাড়ীতে ফিরতে পারছিনা।
অভিযুক্ত শহিদুল বলেন, অভিযোগ মিথ্যা ও বানোয়াট। মা-মেয়ে দু’জনেই এলাকায় খারাপ চরিত্রের মহিলা। আমরা শুধু তাদেরকে সতর্ক করতে চেয়েছি।