নিউজবাংলা- ১৯ সেপ্টেম্বর, শনিবার:

ঢাকা: বলিউড সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতা সালমান খান জানিয়েছেন পারিশ্রমিক নিয়ে বলিউডের অভিনেত্রীরা যে বৈষ্যমের কথা বলছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন।

 

 

বিদ্যা বালান, কঙ্গনা রাণৌত এবং দীপিকা পাড়ুকোনের মতো কিছু প্রথম সারির নায়িকারা সম্প্রতি তাদের পারিশ্রমিক নিয়ে প্রতিবাদ মুখর। তাদের দাবি নায়কদের তুলনায় নায়িকারা পারিশ্রমিক কম পাচ্ছেন যা মোটেও উচিৎ নয়। পাশাপাশি সমান পারিশ্রমিকের দাবিও জানিয়েছেন তারা। বেশ কয়েকজন অভিনেতাও অভিনেত্রীর সঙ্গে সুর মিলিয়ে বলছেন, সমান পারিশ্রমিক দেওয়া হোক অভিনেত্রীদেরকে। কিন্তু দাবাং বয় সালমান বলছেন উল্টো কথা। নায়িকাদের এমন দাবি অযৌক্তিক বলেছেন এ অভিনেতা।

সালমান বলেন, প্রশ্নটা হচ্ছে, দর্শকদের হলে টানছে কে? কোনো অভিনেতা যেই পরিমান দর্শক হলে টানতে পারেন, প্রযোজকদের টাকা ফেরত দিতে পারেন, কোনো অভিনেত্রী যদি তা করতে পারেন তবে তারও একই পরিমান পারিশ্রমিক পাওয়া উচিত। কিন্তু ভারতীয় দর্শকদের হলে টানেন অভিনেতারাই।

তবে সালমানের মতে এমন অনেক অভিনেতা আছেন যারা অভিনেত্রীদের থেকেও কম পারিশ্রমিক পান। যেটা নির্ভর করে বক্সঅফিসে সাফল্যের ওপর। সালমান বলেন, এমন অনেক অভিনেতা রয়েছেন যাদের পারিশ্রমিক ১ থেকে ৩ কোটি রুপি। আবার এমন অনেক অভিনেত্রী রয়েছেন যাদের পারিশ্রমিক ৫ থেকে ৭ কোটি রুপি। সেটা নিয়ে তো কেউ কিছু বলে না? তাই এই পুরো বিতর্কটাই অপ্রাসঙ্গিক। যে যত ব্যবসা আনতে পারবে, সে সেই অনুযায়ী টাকা পাবেন।

নিউজবাংলা/একে