কৃষকদের আর্থিক সহায়তা দিলেন অক্ষয়
নিউজবাংলা- ১৬ সেপ্টেম্বর, বুধবার:
ঢাকা: শুধু অভিনয় নয়, বদান্যতার দিক থেকেও এগিয়ে আছেন বলিউডের ‘খিলাড়ি’ খ্যাত অক্ষয় কুমার। সম্প্রতি মহারাষ্ট্রের খরাপীড়িত কৃষকদের পাশে দাঁড়ালেন তিনি।
দুরবস্থা কাটিয়ে উঠার জন্য কৃষকদেরকে ৯০ লাখ রুপি প্রদান করেছেন এই অভিনেতা।
আগামী ছয় মাসে প্রত্যেক জেলা থেকে ৩০ জন করে কৃষক নির্বাচন করা হবে এবং সবাইকে পঞ্চাশ হাজার রুপি করে দেয়া হবে।
জেলা আইজি বিশ্বাস নাঙ্গর পাটিল এবং অক্ষয়ের প্রতিনিধি বিদেন্ত বলী এর উপস্থিতিতে এই মহৎ কাজের উদ্দ্যোগ নেয়া হয়।
ভারতের প্রবীণ অভিনেতা নানা পাটেকার এবং ক্রিকেট তারকা আজিনকা রেহানির পর কৃষকদের সহযোগিতায় এবার এগিয়ে এলেন অক্ষয়।
উল্লেখ্য, অক্ষয় কুমারের পরবর্তী ছবি রোমান্টিক থ্রিলারধর্মী ‘রুস্তম’। ছবির মুক্তির দিনও ঠিক করে ফেলেছেন তিনি। ২০১৬ সালের ১২ আগস্ট মুক্তি পাবে রুস্তম।
নিউজবাংলা/একে