নিউজবাংলা – ২০ সেপ্টেম্বর, রোববার:

জাবি (সাভার): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে।

আজ রবিবার থেকে ভর্তি আবেদন শুরু হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আলী।

তিনি জানান, সকাল ১০টা থেকে শুরু হওয়া এই আবেদন চলবে ৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।

শিক্ষার্থীদের টেলিটক সিম ব্যবহার করে আবেদন করতে হবে। ২০১২ সাল এবং তার পরবর্তী বছরগুলোয় মাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রী আবেদন করতে পারবেন।

এ প্রসঙ্গে মোহাম্মদ আলী বলেন, এ বছর শুধু কলা ও মানবিকী অনুষদে বিভাগভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। বাকি পরীক্ষাগুলো অনুষদভিত্তিক অনুষ্ঠিত হবে। পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য সংবাদপত্রে প্রকাশ করা হবে।

এ ছাড়া এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.juniv.edu) থেকে জানা যাবে।

নিউজবাংলা/একে