নিউজবাংলা – ২৩ সেপ্টেম্বর, বুধুবার:
ঢাকা: রাজনীতি নিয়ে দেশের মাটি আপাতত নিরুত্তাপ থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ঘিরে লন্ডন ও নিউইর্য়কে বসবাসকারী প্রবাসীরা এখন উত্তাপ্ত হয়ে উঠেছেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে ২৩ সেপ্টেম্বর রাতে নিউইর্য়কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ অধিবেশনে যোগদান ছাড়াও প্রবাসীদের আয়োজিত সভায় বক্তব্য রাখবেন তিনি। নিউইর্য়কে বসবাসকারী বিএনপি নেতাকর্মীরা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, যেখানেই প্রধানমন্ত্রী যাবেন সেখানেই কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ করা হবে। অন্যদিকে সেখানকার আওয়ামী লীগ নেতারা ঘোষণা দিয়েছেন, প্রধানমন্ত্রীকে বরণ করতে নেতাকর্মীরা প্রস্তত রয়েছেন। কেউ যদি প্রধানমন্ত্রীকে হেও করার চেষ্টা করেন তা কঠোর হাতে প্রতিহত করা হবে।
চিকিৎসার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করতে ১৫ সেপ্টেম্বর লন্ডনে গেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি লন্ডনে নামার পর স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন।
জানা গেছে, নিউইর্য়কে বিএনপি শেখ হাসিনাকে কালো পতাকা প্রদর্শন করলে এর প্রতিবাদে ল-নে খালেদা জিয়াকেও বিক্ষোভ প্রদর্শন করবেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।
খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করতে বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা এখন ল-নে অবস্থান করছেন। অপরদিকে সরকারের একাধিক মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা ও আওয়ামী লীগ দলীয় বেশ কয়েকজন সংসদ সদস্য শেখ হাসিনার সঙ্গে নিউইর্য়কে যাচ্ছেন। রাজনৈতিক মহল মনে করছেন, শেখ হাসিনা ও খালেদা জিয়া বিদেশের মাটিতে পাল্টাপাল্টি বক্তব্য রাখতে পারেন।

নিউজবাংলা/একে