শহর থেকে ছুটিতে আসতে শুরু করেছে লোকজন । রাজনীতি দলের সাথে সংযুক্ত ব্যাক্তিগন কেউ কেউ আবার নিজ এলাকায় এসেই যোগাযোগ শুরু করেছেন
নেতা কর্মীদের সাথে । আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে ভোটারদের মনোযোগ আকর্ষণে ফেস্টুন ও ডিজিটাল ব্যানার টানিয়ে জানাচ্ছেন ঈদের
শুভেচ্ছা।পবিত্র ঈদুল আজহাকে টার্গেট করে নিজ নিজ এলাকায় জোর গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিভিন্ন নেতা কর্মীরা ।
এদিকে ব্যানার ও পোস্টারে দেখা যায় দিনমজুরেরও শুভেচ্ছা । ২নং শুক্তাগড় ইউনিয়নের শুক্তাগড় গ্রামের পাঙ্গাস মাছ বিক্রেতা মোঃ দেলোয়ার হোসেন ফকির
আগামী ইউপি নির্বাচনের সদস্যপদে নির্বাচন করার জন্য ঈদ শুভেচ্ছা জানিয়ে সন্ধার পর বাজারে উঠে চায়ের দোকানে আড্ডায় চালিয়ে বেড়াচ্ছে তার প্রচারনা
। গাছের সাথে টানানো পোস্টারের মাধ্যমে দেখা যায় বিভিন্ন রাজনীতি কর্মীদের নিজেদের নামের পরিচয়ের প্রচারনা । শুধু সরকারি দলের নেতা কর্মীরাই নন, বিরোধী দলের নেতা কর্মীরাও পিছিয়ে নেই নির্বাচনী প্রচারণায়। নিজ এলাকায় অবস্থান করে চায়ের দোকানে রাস্তা ঘাটে চলছে আলাপ আলোচনা আর আর সামনে স্থানীয় সরকার ইউপি নির্বাচনী প্রচারনা । টাঙিয়েছেন ঈদ শুভেচ্ছার নানান রঙয়ের পোস্টার-ব্যানার। ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মনিরুজ্জামান মনির ঈদ সামনে রেখে তার এলাকায় ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা
গ্রহণের পর আমি নিয়মিত এলাকায় সময় দেওয়ার চেস্টা করে থাকি । এছাড়া ঈদের সময় প্রতি বছরই আমি নিজ এলাকায় অবস্থান করি। এবার ঈদেও এলাকায় থাকব বা
আছি । এলাকার জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঈদ উদযাপন করব।