নিউজবাংলা – ২৩ সেপ্টেম্বর, বুধুবার:

রাণীশংকৈল প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল সোমবার প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এতে ঠাকুরগাও জেলার রাণীশংকৈল ডিগ্রী কলেজ থেকে ৩৮২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে তš§ধ্যে ২৭৬ জন পাশ করেছে। প্রথম বিভাগে ১৮ জন, দ্বিতীয় বিভাগে ২১৭ ও তৃতীয় বিভাগে ৪১ জন ছাত্র-ছাত্রী পাশ করেছে। পাশের হার রয়েছে ৭২ দশমিক ২৫ শতাংশ। উল্লেখ্য বিএসসিতে ৩১ জনের মধ্যে ১৯ জন, বিএ ৮ জনের মধ্যে ৩, বিএসএস-এ ৩০১ জনের মধ্যে ২২৪ এবং বিবিএস-এ ৪২ জনের মধ্যে ৩০ জন পাশ করেছে। বিএসসিতে আঃ রাজ্জাক ৯৯০ নম্বর পেয়ে জেলার মধ্যে সর্বোচ্চ নম্বর পাওয়ার গৌরব অর্জন করেছে।
অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম বলেন, শিক্ষার মান বৃদ্ধির লক্ষে কলেজের নিজস্ব তহবিল থেকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের উৎসব ভাতা প্রদান করেছে কলেজ কর্তৃপক্ষ। তিনি শিক্ষার মান শতভাগে ফিরিয়ে আনার কথা ভাবছেন।

নিউজবাংলা/একে