নিউজবাংলা – ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার:

এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি:

জেলার লাখাই উপজেলার কামালপুর গ্রামে এক কিশোরীর আত্যহত্যা করেছে। নিহত কিশোরীর নাম রহিমা আক্তার (১২)। সে ঐ গ্রামের গ্রাম পুলিশ মহরম আলীর মেয়ে।

নিহতের ভাই শাহ আলম জানান, গত বুধবার দুপুরে পরিবারের সবার অগোচরে বিষ খায়। বিষ খেয়ে ছটপট করতে দেখলে পরিবারের লোকজন তাকে দ্রুত লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থ্যার অবনতি হলে চিকিৎসক হবিগঞ্জ সদর হাসপাতালে সন্ধার দিকে প্রেরণ করেন। সদর হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসারত অবস্থ্যায় সে রাত ৯টার দিকে মারা যায়।

নিহতের মা আছিয়া বেগম জানান, আমার ৫ মেয়ের মধ্যে রহিমা ৪ নম্বর মেয়ে। সে খুব ভাল ছিল। হঠাৎ করে কিছু দিন পূর্বে তার মাথায় সমস্য দেখা দিয়ে ছিল।

নিউজবাংলা/একে