নিউজবাংলা – ২৬ সেপ্টেম্বর, শনিবার:
ঢাকা: গোপালগঞ্জের শিবপুরে মাইক্রোবাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন।

নিহতদের মধ্যে রয়েছেন একই পরিবারের ছয়জন।
শনিবার সকাল সোয়া ১০টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের মাঝিগাতির শিবপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার তেলিগাতি গ্রামের মৃত নসু মিয়ার ছেলে খোকন সিকদার (৪৫), তার স্ত্রী চায়না বেগম (৩৮), মেয়ে এ্যানিয়া (১৬), চাঁদনী (৮), খোকন সিকদারের মা কাতেবুন (৬৫), ভাই হাসান সিকদারের ছেলে সাকিব (১৩) ও ইজিবাইকচালক স্বপন সরদার (৩৫)।
গুরুতর আহত হয়েছেন খোকন সিকদারের অপর মেয়ে ইতিমনি (১৩)।
নিহতের স্বজনরা জানান, খোকন সিকদার খুলনা থেকে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়ি মাঝিগাতি ইউনিয়নের তেলিগাতি গ্রামে আসছিলেন। তারা খুলনা থেকে বাসে এসে গোপালগঞ্জের বেদগ্রাম বাসস্ট্যান্ডে নামেন। সেখান থেকে একটি অটোরিকশা ভাড়া করে বাড়ির উদ্দেশে রওনা হন।
পথে শিবপুরে বিপরীত দিক থেকে আসা জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্টিকার সম্বলিত একটি মাইক্রোবাসের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাকিব ও গোপালগঞ্জ সদর হাসপাতালে আনার পথে চার জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুই জনের মৃত্যু হয়। অপর একজনকে গুরুতর আহতাবস্থায় প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে।

নিউজবাংলা/একে