নিউজবাংলা – ২৬ সেপ্টেম্বর, শনিবার:
ঢাকা: টাঙ্গাইল : টাঙ্গাইরে সখীপুরে ব্যবসায়ী আবদুর রাজ্জাক (২৮) হত্যা মামলার প্রধান আসামি রুবেলকে গ্রেপ্তার করেছে সখীপুর থানা পুলিশ।

 

 

শনিবার সকালে ফাহিম সুপার মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সখীপুর থানার ওসি মোহাম্মদ ইলিয়াস জানান, ব্যবসায়ী রাজ্জাক হত্যার পরপরই আসামিরা আত্মগোপন করে। এরপর তারা বিভিন্ন সময় তাদের অবস্থান পরিবর্তন করতে থাকে। একসময় রুবেল পৌর এলাকায় তাদের নিজ মার্কেট ফাহিম সুপার মার্কেটের নিজের দোকানে আসেন। পুলিশ খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে।

প্রসঙ্গত, গত ১৪ জুলাই মঙ্গলবার ঈদের কাপড় কেনার জন্য ব্যবসায়ী আবদুর রাজ্জাক ফাহিম সুপার মার্কেটের দোতলায় ‘নাঈম ফ্যাশন’ নামক একটি দোকানে এলে দোকান মালিক নাসিরের সঙ্গে দরদাম নিয়ে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে দোকানদার নাসিরের ফুফাত ভাই ফাহিম সুপার মার্কেটের মালিক আশরাফ পাহাড়ির ছেলে রুবেল তার দলবল নিয়ে ‘ফ্যাশনপুরী গার্মেন্টসে’র সামনে রাজ্জাককে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে।

নিউজবাংলা/একে