টাঙ্গাইলে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
নিউজবাংলা – ২৬ সেপ্টেম্বর, শনিবার:
ঢাকা: ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে এসে টাঙ্গাইলের ধনবাড়িতে পুকুরের পানিতে ডুবে সুবর্ণা (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে ধনবাড়ী উপজেলার গঙ্গাবর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুবর্ণা মধুপুর পৌর শহরের সুরুজ্জামান সুজার মেয়ে। সে মধুপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। জানা যায়, মধুপুর পৌর শহরের বোয়ালী গ্রামের বাসিন্দা সুবর্ণার পরিবার ঈদের ছুটিতে গ্রামের বাড়ি পার্শ্ববর্তী ধনবাড়ী উপজেলার গঙ্গাবর গ্রামে যায়। সকালে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় সুবর্ণা। পরে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিউজবাংলা/একে