নিউজবাংলা – ৩০ সেপ্টেম্বর, বুধবার:
ঢাকা: ১৯৬০ এর দশকের মধ্যভাগে কমিউনিস্ট ও তাদের পরিবারের সদস্যদের ওপর যে নির্মম দমনপীড়ন করা হয়েছে তার বিচারের জন্য ইন্দোনেশিয়াকে অবশ্যই আরো বেশি কিছু করতে হবে।

বুধবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্দোনেশিয়ার প্রতি এ আবেদন জানিয়ে বলেছে, ৫০ বছর আগের ওই ঘটনাটি ছিল বিংশ শতাব্দিতে ঘটে যাওয়া একটি ভয়াবহ রোমহর্ষক গণহত্যা।
১৯৬৫ সালের ১ অক্টোবর জেনারেল একটি অভ্যুত্থান দমন করার পর দ্বীপ রাষ্ট্রটিতে ভয়াবহ এ দমন অভিযান শুরু করেন। অভ্যুত্থানটির জন্য কর্তৃপক্ষ কমিউনিস্টদের দায়ী করে। ওই দমন অভিযানে অন্তত ৫ লাখ মানুষ প্রাণ হারায়।
কয়েক মাস ধরে চলা ওই হত্যাকাণ্ডে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও স্থানীয় গ্রুপগুলোকে সহায়তা করে। এমনকি ইন্দোনেশিয়ার কমিউনিস্ট পার্টির সঙ্গে সামান্য সম্পর্ক রয়েছে এই সন্দেহে অনেক লোককে হত্যা করা হয়।
কমিউনিস্ট পার্টির সঙ্গে জড়িত বা সমর্থক সন্দেহে হাজার হাজার মানুষকে কারারুদ্ধ করা হয়। ব্যর্থ অভ্যুত্থানের পর সুহার্তো ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে ৩২ বছর কঠোর হস্তে দেশ শাসন করেন।
১৯৯৮ সালে দেশটির সাবেক এই স্বৈরশাসকের ক্ষমতাচ্যুতির পর তার শাসন আমলের অন্ধকার অধ্যায়ের বিচারের দাবি ওঠে।কিন্তু মানবাধিকার সংস্থাগুলো ওই গণহত্যার বিচারে সমান্য অগ্রগতি হয়েছে বলে কর্তৃপক্ষের সমালোচনা করে।

নিউজবাংলা/একে