আনন্দ নিয়েই পাকিস্তান যাচ্ছি: সালমা
নিউজবাংলা – ২৮ সেপ্টেম্বর, সোমবার:
ঢাকা: ২টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আজ দুপুরে করাচির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সবগুলো ম্যাচই হবে করাচির সাউথ এন্ড ক্লাব মাঠে। করাচিতে বাংলাদেশ দলকে ভিভিআইপি নিরাপত্তা দেওয়া হবে। ৮ দিনের সফর শেষে ৬ অক্টোবর দেশে ফিরবেন তারা।
ঢাকা ছাড়ার আগে হজরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন বলেন,‘ আমরা আনন্দ নিয়েই পাকিস্তান যাচ্ছি। আমাদের মধ্যে কোনো ভয় কাজ করছে না। আমরা সেখানে যাচ্ছি সিরিজ জিততে। আশা করি সিরিজ জিতেই দেশে ফিরতে পারব।’
প্রসঙ্গত, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার ছয় বছর পর চলতি বছর প্রথম আন্তর্জাতিক দল হিসেবে জিম্বাবুয়ে পাকিস্তানে সফর করে।
এরপরই বাংলাদেশ নারী ক্রিকেট দলকে আমন্ত্রণ জানায় পিসিবি। তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে বিসিবি নিরাপত্তা পরিদর্শক দল পাকিস্তানে পাঠায়। তাদের প্রতিবেদনের উপর ভিত্তি করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নারী ক্রিকেট দলের পাকিস্তান সফরের সবুজ সংকেত দেওয়ার পর সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেন বিসিবি প্রধান নাজমুল হাসান।
নিউজবাংলা/একে