সাব্বিরের সেঞ্চুরিতে লজ্জা এড়ালো বাংলাদেশ এ
নিউজবাংলা – ২৭ সেপ্টেম্বর, রবিবার:
ঢাকা: ব্যাঙ্গালোরে ভারত ‘ এ’ দলের বিপক্ষে তিন দিনের ম্যাচে সাব্বিরের সেঞ্চুরিতে ভয়াবহ ব্যাটিং বিপর্যয় এড়ালো বাংলাদেশ ‘ এ’ দল। প্রথম ইনিংসে ২২৮ রানে অল আউট তারা। জবাবে দিন শেষে প্রথম ইনিংসে বিনা উইকেটে ১৫৩ রান করে ফেলেছে ভারত ‘ এ’। সেঞ্চুরি করেছেন শিখর ধাওয়ান।
সকালে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ ‘ এ’। ৬ রান তুলতেই নেই ৪ উইকেট। রানের খাতায় খোলার আগেই ফিরে যান এনামুল হক বিজয়, সৌম্য সরকার এবং লিটন দাশ। ২ করেন অধিনায়ক মুমিনুল হক।
এরপর হাল ধরেন সাব্বির রহমান। সঙ্গে পানে নাসিরকে। ৬ থেকে এ জুটি রান নিয়ে যান ৫০—এ। মানে ৪৪ রানের জুটি। ৩২ রান করে ফিরতে হয় নাসিরকে। এরপর সাব্বিরকে সঙ্গ নেন ভারত সফরে টানা ভালো খেলা শুভাগত হোম। ১৩২ রানে পার্টনারশীপ গড়ে দলকে চরম লজ্জা থেকে বাঁচান এ জুটি।
৬২ রানের লড়াকু ইনিংস খেলে ফিরে যান শুভাগত হোম। এরপর ফের শুরু হয় ব্যাটিং বিপর্যয়। শেষ আট রান তুলতে হারাতে হয় ৪ উইকেট। ১৩১ বলে ১২২ রানের তুখোড় লড়াকু ইনিংস খেলে অপরাজিত থাকেন সাব্বির রহমান। সফরকারীদের পক্ষে বরুন অ্যারোন ও জয়ন্ত জাদব ৪টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে দিন শেষে বিনা উইকেটে ১৫৩ রান তুলেছে ভারত‘ এ’ দল। মানে রান পাহাড়ে চড়তে যাচ্ছে তারা। ওপেনার শিখর ধাওয়ান আছেন ১৬৬ রানে অপরাজিত।
নিউজবাংলা/একে