নিউজবাংলা – ২৮ সেপ্টেম্বর, সোমবার:
ঢাকা: অন্যরকম পুরস্কার বটে। রিয়াল মাদ্রিদের সবচেয়ে স্বাস্থ্যবান ফুটবলার নির্বাচিত হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

রিয়াল-মালাগা ম্যাচ শুরু হওয়ার আগে ক্লাবের এক স্পনসর রোনালদোকে ফিট থাকার জন্য সবচেয়ে স্বাস্থ্যকর ফুটবলার নির্বাচিত করল। দেওয়া হয় সিআর সেভেনকে। যে ঘটনার কিছু সময় আগেই চোট পেয়ে মাঠের বাইরে চলে যান মেসি। আর তাতেই তোলপাড় সর্বত্র। কেউ কেউ তো মনে করছে এটা ইচ্ছে করেই করা।

মেসি ও রোনালদো ,কারও সময়ই অবশ্য খুব একটা ভাল যাচ্ছে না। গুরুতর চোট পেয়ে পরের ছয় থেকে আট সপ্তাহ খেলতে পারবেন না মেসি।

অন্যদিকে ঝড়ের মতো মৌসুম শুরু করলেও শেষ তিন লা লিগা ম্যাচে কোনও গোল করতে পারেননি রোনালদো। যদিও তার রিয়াল সতীর্থ মার্সেলোর দাবি, মালাগার বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের জন্য শুধু মাত্র সিআর সেভেন দায়ী নয়। বলেন,‘‘রোনালদো সব সময় গোল করে। শুধু ও গোল মিস করেনি। আমরা সবাই মিস করেছি।’

নিউজবাংলা/একে