পানছড়িতে উন্নয়ন মেলা সম্পন্ন
নিউজবাংলা – ৩০ সেপ্টেম্বর, বুধবার:
মোফাজ্জল হোসেন ইলিয়াছ, খাগড়াছড়ি প্রতিনিধি:
পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে উন্নয়ন মেলা/২০১৫‘র’। এউপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী অনুষ্টানের মাধ্যমে ৩দিন ব্যাপী এই মেলার সমাপ্তি ঘোষনা করা হয়।
আজ বুধবার বিকাল সাড়ে ৩টায় দিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মর্তা মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রত্ন তংচঙ্গা। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাবায় কর্মকর্তা রত্ন কান্তি রৌয়াজা, মাধ্যমিক কর্মকর্তা মোঃ শাহজাহান মিয়া, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সম্মনয়ক লুনা চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা ঊষা মগ প্রমূখ। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের পক্ষ থেকে বসানো হয় ষ্টল। দর্শনার্থীরা প্রতিদিন ষ্টল দেখার জন্য ভিড় জমিয়ে দেখেছে উন্নয়নের কার্যক্রম। সমাপনী শেষে সাংস্কৃতি অনুষ্টানের আয়োজন করা হয় এবং পুরুস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য উপজেলা প্রসাশনের উদ্দ্যেগে এবং একটি বাড়ি একটি খামার প্রকল্পের সহযোগীতায় গত সোমবার সকাল ১০টায় মেলার উদেবাধনের মদ্যে দিয়ে শুরু হয় মেলার কার্যক্রম। মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা। ৩দিন ব্যাপী এ মেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পানছড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, থানা অফিসার্স ইনর্চাজ আঃ জব্বার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বাহার মিয়া প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রতœা তঙ্গচংগা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাথ দে, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সম্মনয়ক লুনা চাকাম। অপর দিকে দুপুরে মেলা প্ররির্দশনে আসে খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোল্লা মিজানুর রহমান। তিনি মিলার ষ্টল পরির্দশন করে মেলায় অংশ গ্রহনকারীদের বিভিন্ন পরামর্শ প্রদান করে মেলার সার্বিক পরিস্থিতি মোটামুটি ভাল বলে মতদেন।
নিউজবাংলা/একে