আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামীলীগের ডিজিটাল কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
দীর্ঘ দিনের জড়াঝির্ণ কার্যালয়টি পূণঃসংস্কার করে লাইটিং, সাউন্ড সিস্টেম, সৌর বিদ্যুৎ, গ্রন্থাগার ও স্বাস্থ্য সম্মত সৌচাগার স্থাপন সহ বিভিন্ন আসবাপত্রে সুসজ্জিত করে ওয়েব সাইডে দলীয় সকল তথ্য প্রবাহ সংরক্ষণ, প্রচার ও প্রসারের লক্ষে একটি ওয়েব সাইড ওপেন করে একটি অত্যাধুনিক ডিজিটালাইড কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। ওয়েব সাইডটি ওপেন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান ফারুখ, কার্যালয় শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলমগীর খান মেনু, “আমি বিজয় দেখেছি” গ্রন্থ্যের মোরক উন্মোচন করে গ্রন্থাগারের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল-৮ বাসাইল-সখীপুরের এমপি অনুপম শাহজাহান জয়।
বাসাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুস সালাম খান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজগর খান দাউদ, অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সাংগঠনিক সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সুভাষ চন্দ্র সাহা, শাহজাহান আনসারী, বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম আব্দুল মালেক মিয়া, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব ও তাত বোর্ডের চেয়ারম্যান আসাদুল হক তালুকদার, সখীপুরের বোয়ালী কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, কেন্দ্রীয় উপ কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদ হোসেন আল মাজিদী শীষ মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম আহমেদ, টাঙ্গাইল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ রউফ, দেলদুয়ার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিবলী সাদিক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হুদা নবীন সহ স্থানী আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। অনুষ্ঠানে সকল ভেদাভেদ ভুলে গিয়ে শেখ হাসিনার নির্দেশ মোতাবেক সকলকে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানান বক্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাসাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজ।