মির্জাপুরে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু
নিউজবাংলা – ৩০ সেপ্টেম্বর, বুধবার:
মির্জাপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
টাঙ্গাইলের মির্জাপুরে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার গোড়াই ইউনিয়নের নাজির পাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- গোড়াই নাজির পাড়া গ্রামের মনির সিদ্দিকীর ছেলে শাহাদত। সে গোড়াই কটন মিল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ও রেদোয়ান সাকিব কালিয়াকৈর উপজেলার রশিদপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সে টাঙ্গাইল বুলবুল একাডেমির নবম শ্রেণির ছাত্র।
জানা গেছে, দুপুরে শাহাদত ও সাকিব গোড়াই বিলে ডিঙি নৌকা নিয়ে বেড়াতে যায়। সেখানে সাকিব পানিতে পড়ে গেলে শাহাদত তাকে টেনে তুলতে চেষ্টা করলে সেও পানিতে পড়ে যায়। এতে দুজনের মৃত্যু হয়।
গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদিলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজবাংলা/একে