নিউজবাংলা: ৪ অক্টোবর –রবিবার:

জুবায়ের হোসেন, নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলায় স্কুলছাত্রী দীপা খাতুন(১৫) হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজ শনিবার সকালে উপজেলার দক্ষিণ সাহাপুর গ্রাম থেকে সোহেল রানা ও সালমান নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, গুরুদাসপুর উপজেলার
বামনখোলা গ্রামের মোফেল উদ্দিনের ছেলে সোহেল রানা ও মশিন্দা গ্রামের রবিউল ইসলামের ছেলে সালমান ।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে দীপাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে উপজেলার শিকারপুর কৃষি কারিগরি উচ্চ বিদ্যালয়ের পার্শ্বে একটি কলা বাগানের মধ্যে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় শুক্রবার রাতে তার বাবা দুলাল প্রামাণিক বাদী হয়ে গুরুদাসপুর থানায় বামনকোলা গ্রামের রহিতের ছেলে স্বপন, তার বন্ধু সজিব, সোহেল রানা,
সালমানসহ ছয়জনকে আসামি করে মামলা দায়ের করে।তাদের মধ্যে সোহেল রানা ও সালমানকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত দুই আসামিকে আজ শনিবার দুপুরে নাটোর আমলি আদালত-১ এর বিচারক
এনামুল হক বসুনিয়ার আদালতে হাজির করলে তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন জানান,মামলার প্রধান আসামী স্বপন পলাতক থাকলেও মামলা দায়েরের পর স্বপনের দুই বন্ধু সোহেল রানা ও সালমানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দুই জনকে আদালতে হাজির করলে আদালত ৩ দিনের
রিমান্ড মঞ্জুর করেন। এবং বাকি আসামীদেরও অবিলম্বে গ্রেফতার করা হবে।
এদিকে, গুরুদাসপুর উপজেলায় স্কুলছাত্রী দীপা ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে আজ শনিবার দুপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় আসামিদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

নিউজবাংলা/একে