নিউজবাংলা: ৪ অক্টোবর –রবিবার:

টাঙ্গাইল সংবাদদাতা:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদরের মাদারজানি এলাকায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাজীপুরের গালিব (২৪) ও টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকার ইউনুস (২৬)। এরা একে অপরের খালাতো ভাই।

জানা যায়, মোটরসাইকের আরোহী টাঙ্গাইল থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে মহাসড়কের মাদারজানি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ২ মোটরসাইকেল আরোহী মারা যায়।

হাইওয়ে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, দুর্ঘটনার খবর পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিউজবাংলা/একে