কমলাপুরে ২৮০০ পিস ইয়াবাসহ যুবক আটক
নিউজবাংলা: ৪ অক্টোবর –রবিবার:
ঢাকা: রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ২৮০০ পিস ইয়াবাসহ নিক্কন বড়ুয়া নামে এক যুবককে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।
রবিবার সকালে তাকে আটক করা হয়।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, নিক্কন চট্টগ্রাম মেইল এক্সপ্রেসে করে কমলাপুর স্টেশনে নামেন। গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার শরীরে তল্লাশি চালানো হলে পায়ের সঙ্গে কৌশলে টেপ দিয়ে বাধা অবস্থায় ২৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কমলাপুর থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।
নিউজবাংলা/একে