রাজধানীতে ছিনতাইকারীর হামলায় টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহত
নিউজবাংলা: ৪ অক্টোবর –রবিবার:
ঢাকা: রাজধানীর টিকাটুলিতে ছিনতাইকারীর হামলায় টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লুবনা জাহান আহত হয়েছেন।
রবিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
লুবনা জাহানের বাবার বাড়ি গেণ্ডারিয়ার দ্বীননাথ সেন রোডে।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, সকালে টাঙ্গাইল থেকে তিনি ঢাকায় নামেন। ওয়ারীতে নামার পর তিনি একটি রিকশায় উঠেন। এসময় দুইজন ছিনতাইকারী ব্যাগ ধরে টান দিলে তিনি রিকশা থেকে পড়ে আহত হন।
ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, টাঙ্গাইল জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লুবনা জাহান হাতে ও পায়ে আঘাত পেয়েছেন। তার চিকিৎসা চলছে।
নিউজবাংলা/একে