নিউজবাংলা: ৪ অক্টোবর –রবিবার:

ঢাকা:  বহুল জনপ্রিয় মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স তাদের নতুন স্মার্টফোন বোল্ট কিউ-৩৩৯ চালু করেছে।

ভারতের বাজারে এটির দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ রুপি।

অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট ভিত্তিক এ ফোনের রয়েছে ৪.৫ ইঞ্চি এফডব্লিউভিজিএ আইপিএস ডিসপ্লে, ৫১২ এমবি র‌্যাম, ৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৫ এমপি প্রাইমারি ক্যামেরা ও ২ এমপি সেকেন্ডারি ক্যামেরা।

কানেক্টিভিটির দিক থেকে এ ফোন ৩জি, ওয়াইফাই, ব্লুটুথ ও মাইক্রোইউএসবি পোর্ট সাপোর্ট করে। ডুয়াল সিমের এ ফোনে ১৬৫০ এমএএইচ ব্যাটারী রয়েছে

নিউজবাংলা/একে