নিউজবাংলা: ৪ অক্টোবর –রবিবার:

ঢাকা:   বাংলাদেশের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল সাদিয়া পারভীন পপি। তিনি ১৯৯৭ মৌসুমে মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে আবির্ভূত হন।

কুলি, পপি, মনতাজুর রহমান আকবর, ওমর সানি, পপি অভিনীত প্রথম চলচ্চিত্র. ১৯৯৮, বিদ্রহী চারিদিকে, শতাধিক ছবিতে অভিনয় করেন এই নায়িকা।

চলচ্চিত্র কাঁপানো অভিনেত্রী পপি বর্তমান ‘দি আমেরিকান ড্রিম’ নামে ছবিতে প্রধান চরিত্রের অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করছেন এম জসীম উদ্দিন।

পপি বলেন, ‘দি আমেরিকান ড্রিম’ ছবিটির গল্পটি আমার খুব পছন্দ হয়েছে। ভীষণ আগ্রহী আমি কাজ করেত। আমাদের দেশের অনেকেরই স্বপ্ন থাকে আমেরিকা যাবার কিন্তু সবাই তো পারেনো। আর যাওয়া না যাওয়াকে নিয়ে মূলত ছবিটি নির্মান হচ্ছে। ‘দি আমেরিকান ড্রিম’ ছবিতে আমার চরিত্রের নাম বাঁধন দেওয়া হয়েছে। আর সব কিছু ঠিক থাকলে আগামী জানুয়ারীতে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।

নিউজবাংলা/একে