শতাধিক রাফায়েল চায় ভারত
নিউজবাংলা: ৪ অক্টোবর –রবিবার:
ঢাকা: ভারতীয় বিমান বাহিনী শনিবার জানিয়েছে, এখনই অন্তত ছয় স্কোয়াড্রন রাফায়েল জেট চাই সেনার। যার অর্থ, ১০৮টি রাফায়েল জেট চাই ভারতের। যার মধ্যে এ বছরের শেষেই বাহিনীতে যোগ হচ্ছে ৩৬টি ফ্রেঞ্চ ফাইটার জেট রাফায়েল।
কিন্তু দুই স্কোয়াড্রন (এক একটি স্কোয়াড্রনে ১৮টি করে বিমান থাকে) রাফায়েল যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন এয়ার চিফ মার্শাল অরূপ রাহা। তাঁর বক্তব্য, ভারতীয় বিমান বাহিনীর এখনই আরও ছয় স্কোয়াড্রন মিডিয়াম মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফ্ট দরকার।
তাঁর কথায় ইঙ্গিত মিলেছে, রাফায়েল চুক্তি লাভজনক হলে ভারত আরও উন্নততর যুদ্ধবিমান কেনায় আগ্রহী হতে পারে। বিমান বাহিনীর বৈঠকে এ কথা বলেন অরূপ রাহা।
তাঁর বক্তব্য, “আমরা নিশ্চিৎভাবে চাই সেনাবহরে স্কোয়াড্রন মিডিয়াম মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফ্ট যুক্ত হোক। আমাদের লক্ষ্যমাত্রা অন্তত ছয় স্কোয়াড্রন রাফায়েল জেট। এখন দেখা যাক, আমরা অন্যান্য দিকও খোলা রেখেছি।”
তাঁকে যখন প্রশ্ন করা হয়, রাফায়েল ছাড়াও কী অন্যান্য যুদ্ধবিমান কেনার দিকে ঝুঁকবেন? সরাসরি সে কথার উত্তর না দিলেও রাহা বলেন, “আমি চাই রাফায়েলই কেনা হোক। যদিও বাজারে আরও ভাল বিকল্প রয়েছে।”
চলতি বছরের এপ্রিল মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফরের সময় রাফায়েল চুক্তি চূড়ান্ত হয়। সূত্র: কলকাতা২৪
নিউজবাংলা/একে