ঢাকা: দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি ছাড়িয়েছে। বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার (বিটিআরসি) হালনাগাদ তথ্য থেকে বিষয়টি জানা গেছে।
বিটিআরসি বৃহস্পতিবার নিজস্ব ওয়েব সাইটে আগস্ট মাস পর্যন্ত মোবাইল ফোনের গ্রাহক সংখ্যার (চালু থাকা সিম) তথ্য প্রকাশ করে। বিটিআরসির তথ্য মতে, দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় সোয়া ৫ কোটি।
আগস্ট মাস শেষে বাংলাদেশে মোবাইল ফোনের গ্রাহক দাঁড়িয়েছে ১৩ কোটি ৮ লাখ ৪৩ হাজার। যা জুলাই মাসে ছিল ১২ কোটি ৮৭ লাখ। আর গত বছরের একই সময়ে (আগস্ট) মোবাইল ফোনের গ্রাহক ছিল ১১ কোটি ৭৫ লাখ । অর্থাৎ এক বছরে গ্রাহক প্রবৃদ্ধির সংখ্যা ১১ শতাংশের বেশি।