নিউজবাংলা: ৭অক্টোবর, বুধবার:

ঢাকা: মেষ: বৃত্তিমূলক প্রশিক্ষণে সাফল্য ও কর্মে উন্নতি। শেয়ারে আপাতত বিনিয়োগ না-করাই ভাল।

বৃষ: পদস্থ ব্যক্তির আনুকূল্যে কর্মসমস্যার সমাধানের আশা। সহৃদয় ব্যবহারে ও যুক্তিপূর্ণ আলোচনায় শত্রুবশ। চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার।

মিথুন: বহুমুখী প্রতিভার বিশেষ স্বীকৃতির সম্ভাবনা। সম্পত্তি ক্রয়ের উদ্যোগে পড়শির বাগড়া। জলপথে ভ্রমণে বিপদের আশঙ্কা।

কর্কট: উপার্জনের নতুন পথ খুলতে পারে। কোনও দুঃসাহসিক সিদ্ধান্তের জেরে বিপত্তির আশঙ্কা। সব বাধাকে তুড়ি মেরে প্রেমপ্রণয়ে অগ্রগতি।

সিংহ: মৌলিক চিন্তায় কর্মক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি। ঋণ মেটাতে গিয়ে ফের স্বজনের ফাঁদে না-পড়াই ভাল।

কন্যা: স্বজনের সঙ্গে সম্পত্তি-বিবাদে শান্তি ব্যাহত হতে পারে। অতিরিক্ত খরচ সামলে ঋণ পরিশোধে আংশিক সাফল্য।

তুলা: দীর্ঘ প্রতীক্ষার পরে কর্মোন্নতির ইঙ্গিত। শত্রুদের চালবাজি ধরতে পারায় দাম্পত্যে জট কাটার সম্ভাবনা। ঘাড় ও পিঠের ব্যথায় কাজে ব্যাঘাত।

বৃশ্চিক: অন্যমনস্কতায় কাজে ভুল হওয়ার আশঙ্কা। সম্পত্তি-সমস্যার সন্তোষজনক সমাধানের সম্ভাবনা। অসময়ে কোনও বন্ধুকে পাশে পেতে পারেন।

ধনু: দলাদলি ও কূটকচালি থেকে বিপাকে পড়ার আশঙ্কা। শত্রুর কাছ থেকে সম্পত্তি পুনরুদ্ধারের সম্ভাবনা। সাধু ব্যক্তির সান্নিধ্যে শান্তির হদিস।

মকর: কর্মক্ষেত্রে সহযোগিতার সুবাদে মিত্র বৃদ্ধি। কর্মে পদোন্নতির সম্ভাবনা। কুচক্রীর উস্কানিতে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি বেড়ে যেতে পারে।

কুম্ভ: আমদানি-রপ্তানি ব্যবসা সূত্রে বাড়তি লাভ। মহৎ কাজে অর্থ ও শ্রম দান করতে গিয়ে বিপত্তির আশঙ্কা।

মীন: কর্মক্ষেত্রে সুযোগের সদ্ব্যবহার করতে না-পারলে ক্ষতি। কোনও বকেয়া প্রাপ্য পেয়ে যেতে পারেন। কুটুম্বস্থানীয় কারও কারসাজিতে সংসারে অশান্তি।

 

 

নিউজবাংলা/একে