নিউজবাংলা: ৭অক্টোবর, বুধবার:

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরন বুধবার অনুষ্ঠিত হয়েছে।

 

 

কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উক্ত কলেজের অধ্যক্ষ প্রফেসর পরিতোষ চন্দ্র দাস। এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাক আহমেদ ও অর্থনীতি বিভাগের প্রভাষক মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের প্রভাষক সেলিনা দিল আফরোজ।

জীববিজ্ঞান বিভাগের প্রভাষক আমিনুল কবির তরফদার ও যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক তাহমিনা জান্নাতের সঞ্চালনায় এসময় বক্তৃতা করেন প্রভাষক মাহবুবুল ইসলাম, প্রভাষক সৌরভী আক্তার, প্রভাষক হাসান তারেক ,ছাত্রনেতা ফরহাদ হোসেন, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শায়লা আফরিন পিংকি ও আদনান প্রমুখ।

কলেজ সূত্রে জানা গেছে, এবার একাদশ শ্রেণিতে ৭৮১ জন শিক্ষার্থীকে বরন করে নেয়া হয়।

 

নিউজবাংলা/একে