নিউজবাংলা: ৭অক্টোবর, বুধবার:

রাণীশংকৈল প্রতিনিধি:

ঠাকুরগাওয়ের রাণীশংকৈল ঝাড়বাড়ি গ্রামে স’মিল শ্রমিক তসলিম আলী (৪২) বুধবার দুপুরে মারা গেছে। জানা যায়, উপজেলার ধর্মগড় ইউনিয়নের ঝাড়বাড়ি (গকবস্তি) গ্রামের মৃত কৌষা আলীর ছেলে তসলিম কাজ করার সময় সমিলের করাত ছিড়ে তার গলায় আঘাত লাগে।

করাতের আঘাতে শরীর ক্ষত বিক্ষত হয় ও গলা কাটা পড়ে তৎক্ষনিক সে মারা যায়। সমিল মালিক মজিবর রহমানের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওযা যায়নি। ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।

থানা অফিসার ইনচার্জ সুকুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

নিউজবাংলা/একে