বকশীগঞ্জের জিগাতলা মাহবুবা ইসলাম উচ্চ বিদ্যালয়ে সাবান উৎসব অনুষ্ঠিত
নিউজবাংলা: ৭অক্টোবর, বুধবার:
জামালপুর প্রতিনিধি:
“হাত ধোয়ার অভ্যাস করি, সুস্থ্য সবল জীবন গড়ি” স্লোগান নিয়ে জামালপুরের বকশীগঞ্জে সাবান উৎসব বুধবার বেলা সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক ওয়াশ কর্মসূচির উদ্যোগে সদর ইউনয়িনের মালিরচর জিগাতলা মাহবুবা ইসলাম উচ্চ বিদ্যালয়ে সাবান উৎসব অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য , নিরাপদ পানি ও পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করার লক্ষে এই সাবান উৎসবের আয়োজন করা হয়।
প্রতিটি শিক্ষার্থী একটি করে সাবান নিয়ে হাত উচু করে সাবান প্রদর্শনের মধ্য দিয়ে সাবান উৎসব পালিত হয়।
সাবান উৎসবে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান লেলিনের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন ব্র্যাক ওয়াশ কর্মসূচির বকশীগঞ্জ উপজেলা ব্যবস্থাপক আবদুল আজিজ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জামালপুর দিনকালের নিজস্ব প্রতিবেদক জিএম ফাতিউল হাফিজ বাবু, ব্র্যাক ওয়াশ কর্মসূচির পিও মোজাহিদুল ইসলাম প্রমুখ।
নিউজবাংলা/একে