নিউজবাংলা: ৭অক্টোবর, বুধবার:

রাণীশংকৈল প্রতিনিধি:

ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে সোমবার জমি দখলের অভিনব কৌশল অবলম্বন করেছে এক হিন্দু পরিবার। প্রতিপক্ষের দোকান ঘরে তাদের ধর্মীয় মূর্তি বসিয়ে জোর পূর্বক জমি দখলের চেষ্টাকালে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

জানা যায়, উপজেলার নেকমরদ ইউনিয়নের পারকুন্ডা বাজারের মধ্যে ৩০ শতক জমি দীর্ঘদিন যাবৎ দলিল খাজনা খারিজ মুলে দোকান ঘর নির্মান করে ভোগ দখল করে আসছে ইলিয়াস গং। অপরদিকে শ্রী জোগেন পৈত্রিক মূলে জমির মালিকানা দাবি করছে। যা নিয়ে উভয়ের মধ্যে উক্ত সম্পত্তি দখরের প্রতিযোগিতা শুরু হয়। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান এনামুল হক ও থানা পর্যায়ে উদ্যোগ নিয়ে ব্যর্থ হন। উভয়ের মধ্যে মারামারির ঘটনায় শ্রী জোগেন বাদী হয়ে ইলিয়াস আলী সহ ১০জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। মামলার একজন আটক আসামী কোর্টের মাধ্যমে জামিন হয়। গ্রেফতার ভয়ে বাকী আসামীগুলো গা ঢাকা দিয়ে থাকার সুযোগে ৫ অক্টোবর বিকালে বাজারে মধ্যে ইলিয়াস আলীর ছেলের কীটনাশক-সারের দোকানের মালামাল সরিয়ে শ্রী জোগেন গং লোকজন তাদের ধর্মীয় মাটির-তৈরী মূর্তি নিয়ে দোকানের ভিতর রাখার চেষ্টা করে। ইলিয়াস আলীর স্ত্রী ছেলের বউ ও ছোট ছেলে বাবুল বাধা দিতে গেলে বেধে যাই তুমুল বিরোধ। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়ে কয়েকজন গুরুত্বর আহত হয়। আহতরা রাণীশংকৈল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে একটি মূর্তি নিয়ে জোগেনের পরিবারের লোকজন এখনও উক্ত জমির উপর নির্মিত ঘরে অবস্থান করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে। এলাকার চন্দ্র বলেন, এখানে আগে দোকান ছিল এরা কয়েকদিন আগে মুর্তিটি ঠুকিয়েছে। শ্রী জোগেন বলেন, আমি এ জমি পৈত্রিক সুত্রে পাবো তাই দখল নিয়েছি, আপনি মুর্তিটি কেন এখানে রেখেছেন প্রশ্ন করলে তিনি নিশ্চুপ হয়ে থাকেন। এ দিকে ইউপি মেম্বার ইলিয়াস আলী বলেন, হিন্দু পরিবারটির এটি একটি সাজানো নাটক বর্তমান সরকার হিন্দুদের ধর্মীয় মূতি’র বিষয়ে অত্যন্ত আন্তরিক হওয়ার সুযোগে তারা সেখানে এ মূতিটি নিয়ে বসিয়ে একটি সাম্প্রদায়িক ইস্যু তৈরী করার পায়তারা করছে। ওয়ার্ড আ,লীগের সম্পাদক ধনি কান্ত বলেন, জমি দখলের অংশ হিসেবে এ কাজটি তারা ইচ্ছাকৃত ভাবে করে তারা গুরুত্বর অন্যায় করেছে। এদিকে ইলিয়াস আলীর ছেলে বাবুল আমাদের প্রতিনিধিকে অভিযোগ করে বলেন, আমি এ ঘটনাকে কেন্দ্র করে রাণীশংকৈল থানায় একটি লিখিত এজাহার করতে গেলে রাণীশংকৈল থানার ওসি সুকুমার মোহন্ত নেননি। এ প্রসঙ্গে ঘটনার তদন্ত কারী এস আই রেজা বলেন, সাম্প্রতিক সময়ে ইলিয়াস ও জোগেনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিলো যা নিয়ে মামলাও হয়েছে। কিন্তু হঠাৎ করেই জোগেন গং তার লোকজন নিয়ে ঐ জমিতে মূর্তি নিয়ে ঢোকার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে বিরোধ বেধে যাই এছাড়া এটি অন্য কোন বিষয় না। আমরা স্থানীয় জন প্রতিনিধিদের সহযোগিতায় এটির শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করছি। একটি সাম্প্রদায়িক উৎসানিমূলক ঘটনা ঘটার পায়তারা করছেন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

 

নিউজবাংলা/একে