টাঙ্গাইলে ইস্কন মন্দির উদ্বোধন করলেন মহারাজ
নিউজবাংলা: ৭অক্টোবর, বুধবার:
বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল:
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল হিন্দু ধর্মাবল্বীদের রাধা গোবিন্দ মন্দির (ইস্কন) উদ্বোধন করলেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর অন্যতম আচার্য দিক্ষাগুরু জিবিসি শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ।
তিনি বুধবার বেলা পৌনে একটার দিকে হেলিকপ্টার যোগে মন্দিরে পৌছান। তার আগমনে প্রায় ত্রিশটি জেলার ভক্তবৃন্দের সমাগম ঘটে। উপস্থিতি হাজার হাজার ভক্তের দেয়া তাজা পুস্প অর্পণে অভিবুত হন তিনি। ভক্তদের তৈরি মন্দিরটি উদ্বোধন উপলক্ষে তিন দিন ব্যাপি ধর্মানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইস্কন সভাপতি ও ( প্রাক্তন ডিআইজি ) শ্রী সত্যরঞ্জন বাড়ৈ, সহ-সভাপতি শ্রী শ্রীমত ভক্তি প্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নবদ্বীপ দ্বীজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারীসহ হাজারো ইস্কন ভক্তবৃন্দ।
অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকে মঙ্গল আরতী, দর্শণ আরতী ও গরু পূজা, যজ্ঞানুষ্ঠান হয়ে আসছে। দুপুরের পর মহাপ্রসাদ বিতরন, কীর্ত্তণ মেলা, আলোচনা সভা, ভাগবতীয় প্রবচনসহ আগামী বৃহস্পতিবার ও শ্রক্রবার এ অনুষ্ঠান চলবে।
শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির হরে কৃষ্ণ নাম হট্রসংঘের পাথরাইল শাখা অনুষ্ঠানের আয়োজন করেন।
ভক্তরা জানান, দিক্ষাগুরু জিবিসি শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ এর কোন বাড়ি নেই। দেশ বিদেশে ঘুরে হিন্দুধর্ম প্রচার করে থাকেন। তবে তার জন্ম বাংলাদেশের ব্রাহ্মনবাড়ীয়া। ছোট বেলা থেকেই ইন্ডিয়ায় থাকেন। পাশাপাশি জার্মান ও অষ্ট্রেলিয়ায় সময় কাটান। মুলত ধর্মপ্রচারই তার মূল লক্ষ্য।
নিউজবাংলা/একে