নিউজবাংলা: ৮ অক্টোবর, বৃহ.বার:

খাগড়াছড়ি প্রতিনিধি॥
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলের ৮ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার দায়ে বুধবার রাতে জাহাঙ্গীর আলম নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

জানা গেছে, স্কুলের টেস্ট পরীক্ষা শেষে ইছাছড়া গ্রামের নিজ বাড়িতে ফেরার পথে ওই যুবক ছাত্রীটিকে আক্রমণ করে। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।
মাটিরাঙ্গা থানার ওসি শাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ছাত্রীর মা কৃষ্ণবালা ত্রিপুরার দায়ের মামলার হাজাহারভুক্ত একমাত্র আসামী জাহাঙ্গীর আলমকে আটক করে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।
এদিকে ’হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মিশুক চাকমা ও সাধারণ সম্পাদক মিনাকী চাকমা এক যুক্ত বিবৃতিতে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় ১৩ বছর বয়সী এক ত্রিপুরা স্কুল ছাত্রীকে ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দৃষ্টান্তমূলক শান্থির দাবি জানিয়েছেন।
নেত্রীদ্বয় ক্ষোভ প্রকাশ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে নারীরা আজ ঘরে বাইরে কোথাও নিরাপদ নয় উল্লেখ করে তারা আরো বলেন, ‘নারীর উপর যৌন সহিংসতাসহ মানবাধিকার লঙ্ঘনের বিচার না হওয়ায় এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।’ তারা ধর্ষণসহ নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানান।

নিউজবাংলা/একে