নিউজবাংলা: ৮ অক্টোবর, বৃহ.বার:
ঢাকা: ছাড় পেলেন না সেপ ব্লাটার। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি সেপ ব্লাটারকে ৯০ দিনের জন্য সাময়িক বরখাস্ত করার সুপারিশ করেছে সংস্থাটির এথিক্স কমিটি। আজ বৃহস্পতিবার তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে তারা।

ব্লাটারের বিরুদ্ধে গত মাসে ফৌজদারী তদন্ত শুরুর পর ফিফার এথিক্স কমিটি এ সপ্তাহে বৈঠকে বসে। বুধবার কমিটি এই সিদ্ধান্ত নেয়। সুইস কর্তৃপক্ষের অভিযোগ, ৭৯ বছর বয়সী ব্লাটার ‘ফিফার জন্য নেতিবাচক’ এমন চুক্তি করেছেন এবং ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মিশেল প্লাতিনিকে ‘অবৈধ উপায়ে অর্থ’ দিয়েছেন।
১৯৯৮ সাল থেকে ফিফা প্রধানের দায়িত্বে থাকা ব্লাটার অবশ্য প্রথম থেকেই কোনো ধরনের অপরাধ করার অভিযোগ অস্বীকার করে আসছিলেন। ব্লাটারের উত্তরসূরি হতে চাওয়া প্লাতিনিও দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
জুরিখে সোমবার থেকে এথিক্স কমিটির সভা চলছে। বুধবার কমিটি ব্লাটারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিলেও ফ্রান্সের সাবেক ফুটবল তারকা প্লাতিনির বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও নেয়নি। ফিফার এথিক্স কমিটির বিচারক ইওয়াখিম একহার্ট শুক্রবার এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেন।

নিউজবাংলা/একে