নিউজবাংলা: ৮ অক্টোবর, বৃহ.বার:

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে গতকাল বৃহস্পতিবার এক মার্কিন নাগরিক বাইসাইকেলে ভ্রমন করেছেন। তার নাম র্হানি ওয়াকলী। বয়স ৩০ বছল। ভ্রমন শেষে ওই যুবক বাইসাইকেলে বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা দিয়ে সিলেট পৌছেন।

ওই বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ।
সূত্রে জানাযায়, বাংলাদেশ ভ্রমণের উদ্দেশ্যে গত ৩ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ আগমন করেন মার্কিন নাগরিক র্হানি ওয়াকলী। গত ৭ অক্টোবর দুপুরে বাস যোগে ঢাকা থেকে সুনামগঞ্জ জেলায় তিনি পৌঁছেন। সেখানে বাইসাইকেল যোগে জেলার তাহিরপুর ও বিশ্বম্ভরপুর থানা এলাকা ভ্রমণ করেন। গতকাল বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ থেকে বাইসাইকেল যোগে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের বিশ্বনাথের লামাকাজী এলাকা হয়ে সিলেট শহরে পৌছেন। এসময় বিশ্বনাথ এলাকা দিয়ে বিদেশী নাগরিক বাইকেল যোগে যাওয়ার খবর পেয়ে এলাকার উৎসুক জনতা তাকে এক নজর তাকে দেখতে ভিড় করেন।
থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন বলেন, এলাকা অনিরাপদ নয়, নিরাপদ, তাই ওই মার্কিন নাগরিক নিরাপদেই বাইসাইকেল যোগে সিলেট শহরে যান।
প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশে জাপানি নাগরিক কোনিয়ো হোশি ও ইতালি নাগরিক তাভেল্লা চেজারকে হত্যা করা হয়। বাংলাদেশে দুই বিদেশী নাগরিক হত্যার পর দেশে তোলপাড় সৃষ্টি হয়।

নিউজবাংলা/একে