নিউজবাংলা: ৮ অক্টোবর, বৃহ.বার:
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে গতকাল বৃহস্পতিবার এক মার্কিন নাগরিক বাইসাইকেলে ভ্রমন করেছেন। তার নাম র্হানি ওয়াকলী। বয়স ৩০ বছল। ভ্রমন শেষে ওই যুবক বাইসাইকেলে বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা দিয়ে সিলেট পৌছেন।