ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার লস্করদিয়া ওবায়েদ মঞ্জিল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এ সম্মেলনের উদ্বোধন করেন ফরিদপুর জেলা বিএনপির সভাপতি জহুরুল হক শাহাজাদা মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শামা ওবায়েদ ইসলাম রিংকু। উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন মন্ডলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোদারেস আলী ইছা, সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম লিটন, জেলা মহিলাদলের সভানেত্রী ইয়াসমিন আরা হক, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান মুকুল, পৌর যুবদলের আহবায়ক হেলালউদ্দিন হেলাল প্রমূখ। সম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবার উপজেলা কমিটি ঘোষনা করা হবে বলে নেতৃবৃন্দরা জানান।