নিউজবাংলা: ৯ অক্টোবর, শুক্রবার:
ঢাকা: সামিউল ইসলাম, ভালুকা,(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ভালুকায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বুধবার সন্ধ্যায় মোহাম্মদআলী নামের এক মাদ্রাসা সুপারকে পৌরসভার ১নং ওয়ার্ড কোর্ট ভবন এলাকা থেকে আটক করেছেভালুকা মডেল থানা পুলিশ।

ভালুকা মডেল থানা সূত্রে জানা যায়, গত ০৫ অক্টোবর ভালুকা মডেল থানা পুলিশ বাদীহয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর ২৭ নেতা কর্মীর ও অজ্ঞাত ২৫/৩০ জনের নামে বিস্ফোরক আইনেমামলা দায়ের করে। মামলা নং-৮।ওই মামলায় উপজেলার খারুয়ালী মহিলা দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ আলীকে ২৭ নম্বর আসামী করা হয়।মোহাম্মদ আলীর স্ত্রী মাইমুনা জানান, তার স্বামী নিরপরাধ। তিনি বি্এনপি, জামাত কিংবা কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়।পুলিশ মিথ্যে মামলায় তাকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে।ভালুকা মডেল থানার ওসি মামুন-অর-রশিদ
জানান,যুদ্ধাপরাধীদের রায়ের প্রেক্ষিতে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে ত্রাস সৃষ্টি করার ঘটনায় মামলাদায়ের করা হয়েছে। আটক মোহাম্মদ আলীকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজবাংলা/একে