নিউজবাংলা: ৮ অক্টোবর, বৃহ.বার:

খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় মহিলা ক্রীড়া সংস্থা গঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহষ্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিকের সভাপতিত্বে তার কার্যলয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এতে উপজেলা প্রকৌশলী মো: ্আনোয়ার হোসেন, শিক্ষা কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক শাহজাহান কবির সাজু, যুগ্ন সাধারণ সম্পাদক নাজির মাহামুদসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগন উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত সকলের সিদ্ধান্তক্রমে পানছড়ি বাজার মর্ডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজিয়া বেগমকে সভাপতি ও বড় কলক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলপনা দে’কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে কমিটি গঠন করা হয়।

নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক দু’জনেই প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে স্থানীয় সাংবাদিকদের বলেন, উপজেলা মহিলা ক্রীড়া সংস্থা গঠনের মাধ্যমে পানছড়ি‘র বিভিন্ন বিদ্যালয় পড়–য়া ছাত্রীদের লেখা-পড়ার পাশাপাশি খেলা-ধুলায়ও উদ্বুদ্ধ করাই হবে আমাদের মূল লক্ষ্য।

নিউজবাংলা/একে